
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে সমাহিত ছামীমের কবরে শ্রদ্ধা জানান। পরে তাঁরা একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে সমাহিত আয়মানের কবরেও শ্রদ্ধা জানান।
বিমানবাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির উইং কমান্ডার আল আমিনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আব্দুল্লাহ ছামীমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করেন। এ সময় ছামীমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে তাঁরা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুরে নিহত আয়মানের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান এবং নিহতের কবর জিয়ারত করেন।
বিমানবাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, "আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন, তাঁদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।"
তিনি আরও বলেন, "বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে যতটা সম্ভব সহায়তা ও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমরা সবসময় তাঁদের পাশে থাকার চেষ্টা করব। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা আরও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির সেবা করতে পারি।"
প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে শরীয়তপুরের ছামীম ও আয়মান নামের দুই শিক্ষার্থী দগ্ধ হন। দুর্ঘটনার দিন রাতেই মারা যান ছামীম। পরে চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জুলাই মৃত্যুবরণ করেন আয়মানও।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর