
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদানে নিবেদিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে যবিপ্রবি ব্লাড ব্যাংক। ব্যতিক্রমী এই আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে। এদিকে 'চব্বিশের জুলাই' স্মরণে দিনব্যাপী ব্লাড গ্রুপিং ও রক্তদান ক্যাম্পেইনের পাশাপাশি এক বিশেষ সেমিনারের আয়োজন করে ক্লাবটি। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের এম. আর. খান মেডিকেল সেন্টারে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল ও ডা. মোছা. মাসুমা নূরজাহান। ক্লাবের সদস্য ও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, সহকারী প্রক্টর সরজিত কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন যবিপ্রবি ব্লাড ব্যাংকের সভাপতি মো. মাসুম বিল্লা।
বিকালে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে নবীনবরণ, সেমিনার ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। সংবর্ধনা অনুষ্ঠানে ৫ থেকে ৯ বার এবং ১০ বা তার অধিকবার রক্তদানকারী স্বেচ্ছাসেবকদের আলাদা দুটি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া ক্লাবের সদ্য বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যদেরও সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজনের প্রসঙ্গে সংগঠনের সভাপতি মো. মাসুম বিল্লা বলেন, "আমরা চেষ্টা করছি প্রতিদিনই মানুষের পাশে দাঁড়ানোর। তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের থেকে সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরও মসৃণভাবে চালিয়ে যেতে পারব।" সংবর্ধিত শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, "এই সম্মাননা শুধু উৎসাহ নয়, এটি আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।"
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর