
নীলফামারীর কিশোরগঞ্জে পুনর্বাসিত এক ভিক্ষুককে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি দোকানঘর উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ হিসেবে এই ক্ষুদ্র মুদি দোকানটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ৫০ হাজার টাকার মালামালসহ দোকানটি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে দক্ষিণ বড়ভিটা ফয়েজ পণ্ডিতের পাড়ায় পুনর্বাসিত ভিক্ষুক মজিতন নেছার দোকানের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর