
৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই। সবকিছু আল্লাহর ইচ্ছায় ভালোভাবে হবে।”
এ সময় ১১ দিনের বিশেষ অভিযান বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা জানান, “এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ডিএমপির কাছেই জানতে হবে।”
সর্বশেষ খবর