
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উচ্ছেদ বন্ধকরণসহ দীর্ঘদিনের পুরনো রাস্তা দিয়েই চলাচলের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার লক্ষীপুর বালুরঘাট এলাকায় গ্রামবাসীর আয়োজনে স্থানীয় শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, এ অঞ্চলের মানুষের সুবিধার্থে শতবছর আগে নির্মিত রাস্তা দিয়েই এলাকাবাসী চলাচল করে আসছেন। বর্তমানে একটি মহল নিজেদের স্বার্থে নতুন রাস্তা নির্মাণের প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। নতুন করে সরকারি হালটে রাস্তা নির্মাণের নামে চক্রটি শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।
গরীব ও অসহায়দের কথা চিন্তা করে মানবিক দিক বিবেচনায় নতুন রাস্তা নির্মাণ না করে পুরাতন রাস্তা বহাল রেখে উচ্ছেদ অভিযান থেকে সরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান স্থানীয়রা।
স্থানীয় মোঃ মোসলেম উদ্দিন বলেন, শত বছর ধরে কয়েকটি গ্রামের লোকজন ব্যক্তি মালিকানধীন জমার মাটির পুরাতন রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি আখালিয়া নদী খনন করায় সরকারি জায়গা বের হওয়ায় মুষ্টিময় লোক নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। নতুন রাস্তা তৈরী করা হলে প্রায় শতাধিক পরিবার উচ্ছেদ হয়ে পড়বে। যাদের বিকল্প কোন আবাসস্থল নেই।
এসময় তিনি আরও জানান, যদি উচ্ছেদ করতেই হয় তাহলে পুরো রাস্তা উচ্ছেদ করে রাস্তা করা হউক। শুধুমাত্র দরিদ্র পরিবারগুলো যেনো প্রতিহিংসার শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার দাবি জানান। এ মানববন্ধনে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন,আঃ হালিম, খাদিজা বেগম, রুনা আক্তার, শাকিল মিয়া প্রমুখ। উল্লেখ্য গত ২০ জুলাই উপজেলা ভূমি অফিস থেকে ভূ-সম্পত্তি জবরদখল হতে উচ্ছেদের জন্য কয়েকটি পরিবারকে নোটিশ প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার বলেন, আবেদনের প্রেক্ষিতে নদীর জমি বেদখল মুক্ত করতে তাদেরকে প্রাথমিক নোটিশ দেওয়া হয়েছে। এখানে রাস্তা উদ্বারের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। আর উচ্ছেদ কার্যক্রমে এখনও অনেক প্রসেস বাকি রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর