
একযোগে মাঠ পর্যায়ের ৫২ কর্মকর্তা বদিল করলো নির্বাচন কমিশন (ইসি)। জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বদলি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বদলির আদেশ জারি করে।
অফিস আদেশে ৫২ কর্মকর্তাকে বদলি করে বলা হয়েছে,বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৭ আগস্ট তারিখে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। বদলিকৃত ৫২ নির্বাচন কর্মকর্তার বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।
এর আগে গত ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি নির্বাচন কমিশন (ইসি)। বিগত ১৫ জুলাই ৫১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করেছিলো নির্বাচন কমিশন। যাদের বেশিরভাগ কর্মকর্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর