
শরীয়তপুরের সখিপুরে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মামলা শেষে বিকাল ৩টার দিকে তাদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-কাঁচিকাটা ইউনিয়নের মৃত আবুল কাশেম দেওয়ানের ছেলে মো. শফি দেওয়ান(৫৩), একই এলাকার আব্দুর রব সরদারের ছেলে আল-আমিন সরকার(৪৮), মৃত ইদ্রিস আলী দেওয়ানের ছেলে মো. দাদন দেওয়ান(৫০) ও মৃত সোবহান মল্লিকের ছেলে জিতু মল্লিক(৫০)।
পুলিশ জানায়, সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার শফি দেওয়ানের ঘরে জুয়া খেলছিলেন এক দল জুয়ারি। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সখিপুর থানা পুলিশের একটি দল। এসময় চার জুয়াড়িকে আটক করা হয়। বাকি দুই থেকে তিন জুয়াড়ি পালিয়ে যান।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বৃহস্পতিবার রাতে দুলারচর বাজারের পাশে দেওয়ান কান্দি এলাকা থেকে চার জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়াড়ি আইনে মামলা হয়েছে। মামলা শেষে আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে তাদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অভিযান কালে জুয়ারিদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম (তাস) নগদ টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর