
কুমিল্লা দক্ষিণ জেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির ওসি মোঃ আব্দুল্লাহ।
অপরদিকে, বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসানকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। দু’জনেরই বাড়ি বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে।
(১ আগস্ট) ভোর ৫টায় ফেনী থেকে ডিবি পুলিশ রাফিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে তার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনবার ঝটিকা মিছিল করা হয়। ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ ডজনখানেক মামলা রয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল। এজন্য সে ঢাকা-চট্টগ্রাম থেকে কুমিল্লা এসে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছে বলে ডিবি জানিয়েছে। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন,রাফির নামে এক ডজন মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাকশীমুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান অরাজকতা তৈরির চেষ্টা করেছিল। কিছুদিন আগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াশার নেতৃত্বে মহাসড়কে অবৈধভাবে মিছিল করে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা হলে অমিত হাসানকে গ্রেফতার করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর