
শরীয়তপুরের নড়িয়ায় বাসের ধাক্কায় আলী উজ্জামান মুন্সি (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার জামতলা বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী উজ্জামান মুন্সি শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশখার কান্দি গ্রামের মরহুম চিনু মুন্সীর ছেলে।
আহত যাত্রী সোহান মোল্যা (৩০) ও কাইফুল মাদবরকে (২৯) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার বিলদেওনিয়া নামক স্থান থেকে আলী উজ্জামান তার ভ্যানে দু’জন যাত্রী নিয়ে পাশের আন্ধারমানিক বাজারে যাচ্ছিলেন।
এ সময় জামতলা বাসস্টান্ড এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা গোসাইরহাট এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিটকে পরে ভ্যানের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী উজ্জামানকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে, পুলিশ তাদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর