
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদাবাজির ১০ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা ভাগ পেয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এর মধ্যে তিন লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনেন তিনি। বাকি দুই লাখ টাকাও তিনি খরচ করে ফেলেছেন।
গতকাল শুক্রবার সকালে ওয়ারী থেকে গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন অপু।
ভিডিওতে দেখা গেছে, অপু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদ্য বহিষ্কৃত ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সাবেক এমপি শাম্মীর বাসায় তাঁর স্বামীর কাছ থেকে টাকার ব্যাগ নিচ্ছেন। মামলায় জানে আলম অপুর নাম দেওয়া হয়েছে কাজী গৌরব অপু। চাঁদাবাজির ঘটনায় গত ২৬ জুলাই রিয়াদসহ পাঁচজন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। অবশেষে গতকাল সকালে ওয়ারী থেকে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে।
তাঁর গ্রেপ্তারের বিষয় নিয়ে গতকাল মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ জানায়, আমিনুল ইসলাম ছাড়া বাকি চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ডের পঞ্চম দিন শুক্রবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে তদন্তে রিয়াদের একাধিক বাসার সন্ধান পায় পুলিশ। সে সব বাসায় তিনি বিলাসী জীবন কাটাতেন। এর মধ্যে রাজধানীর বাড্ডার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে চাঁদাবাজির প্রায় তিন লাখ টাকা। এর আগে রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেক এবং ২০ লাখ টাকার ১০টি এফডিআর স্লিপ উদ্ধার করে পুলিশ।
তদন্তসংশ্লিষ্টরা জানান, অপু গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করেছেন। সর্বশেষ ওয়ারীর একটি বাসা থেকে বের হয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গুলশানের চাঁদাবাজির মামলায় অপু দুই নম্বর আসামি।
রার/সা.এ
সর্বশেষ খবর
অপরাধ এর সর্বশেষ খবর