
লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসক কার্যালয়ের সার্বিক সহযোগিতায় জেলার ৭৪৯ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। সঞ্চালনায় ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এসময় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও যাতায়াত ভাতা তুলে দেন। এসময় শিক্ষার্থীদের উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ বক্তব্যও দেন তারা।
বক্তব্যকালে প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, “তোমরা নিজেরা ভালো মানুষ হয়ে অন্যদের জন্য অনুকরণীয় হও। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। যারা আজ সংবর্ধিত হচ্ছো, তারা আগামী দিনের কর্মকর্তা, শিক্ষক, বিজ্ঞানী বা প্রশাসক, দেশের চালিকাশক্তি হবে।” এমন ফলাফল অব্যাহত রাখতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বক্তব্যকালে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “এই অর্জন যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করছি। ধৈর্য, অধ্যবসায় ও লক্ষ্যস্থির রেখে আগামীর পথে এগোতে হবে শিক্ষার্থীদের।” অনুপ্রেরণামূলক কথা বলেন তিনি। আর লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা শুধু পরিবারের নয়, গোটা জেলার গর্ব। আগামী দিনের নেতৃত্বে তোমরাই থাকবে। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে। জেলা পরিষদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পক্ষে পাঁচ উপজেলার ৫ জন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সংবর্ধনা তাদের আগামী দিনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।
শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।
সর্বশেষ খবর