
নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটিতে উপদেষ্টা হয়েছেন কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান অধ্যক্ষ আফজালুল হক।
গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে মীর সেলিম ফারুককে আহবায়ক ও এ এইচ এম সাইফুল্লাহ্ রুবেলকে সদস্য সচিব করে নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে এ্যাড. আনিসুল আরেফিন চৌধুরী, এ্যাড. মিজানুর রহমান চৌদুরী, অধ্যক্ষ আফজালুল হক, মোঃ রইসুল আলম চৌধুরী ও মোঃ আবু সাদেক চৌধুরী (লুলু) কে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও একই পত্রে অনুমোদন দেয়া হয়।
নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আফজালুল হক কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ফরুয়াপাড়া গ্রামের কৃতি সন্তান। তিনি নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি নীলসাগর গ্রুপের কর্ণধার প্রকৌশলী আহসান হাবীব লেলিনের বাবা।
নীলফামারী জেলা বিএনপির কমিটিতে কিশোরগঞ্জের এ কৃতি সন্তানকে উপদেষ্টা করায় অনেকে অভিনন্দন জানিয়েছেন।
সর্বশেষ খবর