
নির্ধারিত সময় ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট শেষে ৪-৪ গোলের সমতায় শেষ হয় ব্রাজিল ও কলম্বিয়ার রোমাঞ্চকর লড়াই। নারী কোপা আমেরিকার শ্বাসরুদ্ধকর এই ফাইনালের ভাগ্য নির্ধারিত হয়েছে টাইব্রেকারে, যেখানে কলম্বিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতেছে ব্রাজিলের নারী দল। এর মাধ্যমে পুরুষদের পর এবার নারীদের প্রতিযোগিতাতেও শিরোপার স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার।
শনিবার মধ্যরাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই দল। পুরো ম্যাচজুড়েই ছিল দারুণ উত্তেজনা। নির্ধারিত ৯০ মিনিটে বারবার লিড নেয় কলম্বিয়া, তবে প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। অতিরিক্ত সময়েও এগিয়ে যায় সেলেসাও, কিন্তু সমতায় ফেরে কলম্বিয়াও। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে ব্রাজিল।
৮ গোলের ম্যাচে ব্রাজিলের হয়ে কিংবদন্তি মার্তা ভিয়েরা জোড়া গোল করেন, এছাড়া অ্যাঞ্জেলিনা ও আমান্দা একটি করে গোল করেন। কলম্বিয়ার পক্ষে গোল করেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। আর একটি গোল আসে ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী গোলে। বল দখল ও আক্রমণে ম্যাচজুড়ে আধিপত্য ছিল ব্রাজিলের। তারা ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে ছিল এবং ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। কলম্বিয়ার ১৪ শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।
নারী ফুটবলের ইতিহাসে ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা এই ম্যাচেও বদলি হিসেবে নেমেছিলেন। ৮২ মিনিটে মাঠে নেমে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে মার্তার দ্বিতীয় গোল ব্রাজিলকে প্রথমবারের মতো লিড এনে দেয়। তবে ১০ মিনিট পরেই কলম্বিয়া গোল শোধ করে টাইব্রেকারে নিয়ে যায় ম্যাচটি। শেষ পর্যন্ত ৩৯ বছর বয়সী মার্তার জয় নিশ্চিত হয়। যদিও প্যারিস অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি, কোচ আর্থুর ইলিয়াসের অনুরোধে এখনও খেলছেন।
ব্রাজিল নারী দল এর আগে নয় আসরের আটটিতে চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আমেরিকায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছিল। এবার দশম আসরে তারা সেই সাফল্যে আরেকটি শিরোপা যোগ করল। তবে বিশ্ব মঞ্চে এখনো সেরা হওয়ার স্বাদ পায়নি তারা। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ২০০৭ সালের রানার্সআপ এবং অলিম্পিকে তিনবার রৌপ্যপদক।
এই ফাইনালে ব্রাজিলের জয়ে অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক লোরেনা দ্য সিলভা। টাইব্রেকারে তার বাঁচানো দুটি পেনাল্টি শট ব্রাজিলকে টানা পঞ্চমবারের মতো কোপার শিরোপা এনে দেয়। এছাড়া পাঁচটি কোপা ফাইনালের মধ্যে চারবারই কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। উল্লেখ্য, এর আগে পুরুষদের ২০২৪ কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়া ১-০ গোলে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল। এবার নারীদের ক্ষেত্রেও একই পরিণতি হলো।
সর্বশেষ খবর