
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবরে তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। তবে হাসপাতালের ভিড় এবং চিকিৎসকদের নির্দেশনার কারণে শেষ পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেননি তিনি। তবুও ডা. শফিকুর রহমানের পাশে যাওয়ার মানসিক তৃপ্তি পেয়েছেন বলে জানিয়েছেন এই পরিচালক।
শনিবার (২ আগস্ট) রাতে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘চারিদিকে সুখবর’ শিরোনামের একটি পর্বে মালেক আফসারী বলেন, “মন থেকে খুব টানছিল, তাই বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়েছিলাম। জানতাম, ঢুকতে পারব না, তবুও মন যা বলেছে, সেটাই করেছি। বাইরে কিছুক্ষণ ঘুরে মনটা হালকা করে ফিরেছি।”
তিনি আরও বলেন, “বাসায় ফিরে টিভির সামনে অপেক্ষা করছিলাম। হঠাৎ ডা. জাহাঙ্গীর কবীরকে হাসিমুখে টিভিতে বসতে দেখে বুঝে গিয়েছিলাম, অপারেশন সফল হয়েছে।”
মালেক আফসারীর মতে, “ডা. শফিকুর রহমানের জন্য শুধু জামায়াত নয়, সব দলের মানুষ দোয়া করছিলেন। তিনি সকলের কাছে সম্মানিত ও জনপ্রিয়। তবে রাজনৈতিক বাস্তবতায় অনেকে সেটা প্রকাশ্যে বলার সাহস পান না।”
চলচ্চিত্র অঙ্গনের বাইরে রাজনৈতিক বিষয়ে সচেতন এবং খোলামেলা মত প্রকাশের জন্য পরিচিত মালেক আফসারীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর