
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় শাহবাগে শুরু হবে এই সমাবেশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা এবং সাবেক ছাত্রনেতারা সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।
প্রথমে সমাবেশটি জাতীয় শহীদ মিনারে আয়োজনের পরিকল্পনা থাকলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে তা শাহবাগে স্থানান্তর করা হয়।
সমাবেশকে ঘিরে জনদুর্ভোগের আশঙ্কা থাকায় ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচি পরিচালনার জন্য ৬ দফা নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে:
ছাত্রদল জানায়, জনসাধারণের চলাচলে অসুবিধা না হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর