
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পন্য জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি ভারত থেকে চোরাই পথে সরকারী শুল্ক বঞ্চিত করে আনা নৌকা বোঝাই ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।
রবিবার (৩ আগষ্ট) ভোরে সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট থেকে টাস্কফোর্স অভিযান পরিচালিত করে আটক করে।
বিজিবি জানায়, সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট নামক স্থানে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী,২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়,১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি আটক করে। যার মূল্য দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)বিজিডিও-৩১৫ ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ১৬ জন অংশগ্রহন করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর