
নিউজিল্যান্ডে নিয়মিত বিরতিতে একটি যাত্রীবাহী বাস ডিপোতে গিয়ে থামে। পরে হঠাৎ বাসচালক খেয়াল করেন একটি লাগেজ নড়ছে। এতে তার সন্দেহ হয় এবং লাগেজটি খুলে দেখেন ভেতরে দুই বছর বয়সী এক শিশু। এ ঘটনায় শিশুটিকে অবহেলার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দেশটির কাইওয়াকা শহরের একটি বাসে এ ঘটনা ঘটে। সূত্র: সিবিএস নিউজ
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বড় লাগেজ নিয়ে বাসে ওঠেন এক নারী। নির্ধারিত স্টপেজে থামার সময় ব্যাগটি নড়াচড়া করতে দেখে বাসচালক উদ্বিগ্ন হয়ে পড়েন। লাগেজ খুলে বিস্মিত হন তিনি। জীবন্ত এক শিশুকে পাওয়া গেল সেই লাগেজের ভেতরে। শিশুটিকে এমন অবস্হায় দেখার পর কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয় পুলিশকে। পরে ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, লাগেজটি যাত্রীদের বসার জায়গার নিচে, আলাদা একটি অংশে রাখা হয়েছিল। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন বলেছেন, ওই নারীকে শিশুর প্রতি অমানবিক আচরণ ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির শরীর খুব গরম ছিল। তবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, আরও খারাপ কিছু হওয়া থেকে শিশুটিকে বাঁচিয়েছেন ওই চালক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর