
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, মুরাদনগরের রাজনৈতিক ঐতিহ্য অত্যন্ত প্রসিদ্ধ। এখানে আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র শুরু করেছেন, তার ফল তাকে ভোগ করতেই হবে। আপনার এই মাফিয়াতন্ত্রের রাজনীতি কুমিল্লার মানুষ মেনে নেবে না। যারা গত সাড়ে সতেরো বছর স্বৈরাচার ও খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে এবং বারবার জেল খেটেছে, তাদেরকেই গায়ের জোরে আবার কারাগারে পাঠানো হচ্ছে।
সোমবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাছির উদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তার সঙ্গে মুরাদনগরের পরিস্থিতি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন এবং তার পছন্দ অনুযায়ী সবকিছু পরিচালনা করছেন। তিনি আরও বলেন, মুরাদনগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের তেরো জন নেতাকর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহ্বান জানান এবং মুরাদনগরের মাটি ও মানুষের সাথে কথা বলার অনুরোধ জানান।
নাছির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আসিফ মাহমুদ একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, আবার বলছেন যে রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের কাছে অনুরোধ করেন, যদি আসিফ মাহমুদকে তার মন্ত্রিসভায় রাখা হয়, তাহলে সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে।
উল্লেখ্য, গত ২৭ জুন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়কসহ তেরো জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল সিদ্দিকীর উপর হামলার অভিযোগে পুলিশ ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবের আত্মীয় ওবায়দুল সিদ্দিকী পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় নাজিম উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। গত ৩১ জুলাই নাজিম উদ্দিন কারাগারে থাকা অবস্থায় তার মা মারা গেলে তিনি প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। নাজিম উদ্দিন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর