
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ৮০ লাখ ব্যাগ সিল ও ব্যালট বক্সের লক কিনবে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৪ আগস্ট) ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ইসি কর্মকর্তা বলেন, নির্বাচনের জন্য লাল গালা কেনা হবে হাজার কেজি। স্বচ্ছ ব্যালট বাক্সের লক ৫০ লাখ, অফিসিয়াল সিল ৮ লাখ ৪০ হাজার টি, মার্কিং সিল লাগবে ১৭ লাখ ৫০ হাজার টি,ব্রাস সিল ১ লাখ ১৫ হাজার টি, গানি ব্যাগ প্রয়োজন হবে ১ লাখ ১৫ হাজার টি, হেসিয়ান বড় ব্যাগ লাগবে ৭০ হাজার আর হেসিয়ান ছোট ব্যাগ লাগবে ১ লাখ ১৫ হাজার টি কিনতে হবে আমাদের।
ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, মোট আট ধরনের পণ্য ক্রয় করা হচ্ছে। এর মধ্যে একটি বাদে বাকি পণ্যগুলোর ক্রয়াদেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ৫৬ দিন সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে সব মালামাল হাতে পাব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর