
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে দুই শিশুর গালে, হাতে ও শরীরে জ্বলন্ত খুন্তির ছ্যাঁকা দিয়ে দগ্ধ করার অভিযোগ উঠেছে তাদের আপন মা আসমা বেগম (৩০)-এর বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে।
সোমবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে জানা যায়, ওইদিন রাতে আহত দুই বোনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তাদের হাত-পা সাদা ব্যান্ডেজে মোড়া, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
নির্যাতনের শিকার শিশুদের বাবা ইব্রাহিম খলিল পেশায় রাজমিস্ত্রি। তিনি জানান, "আমার স্ত্রী অনেক দিন ধরে সংসার করতে চায় না। প্রায়ই ঝগড়া হতো। এর আগেও বাচ্চাদের মারধর করত।"
তিনি আরও বলেন, "শুক্রবার বিকেলে আসমা গরম খুন্তি দিয়ে আমাদের দুই মেয়ে সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তার (৫)-এর গাল, হাত ও শরীরে ছ্যাঁকা দেয়। রাতে কাজ শেষে বাড়ি এসে বাচ্চাদের মুখে ঘটনা শুনি। স্ত্রীকে জিজ্ঞেস করতেই সে আরও রেগে যায়।"
পরদিন সকালে বিষয়টি আত্মীয়দের জানালে, আসমা বেগম তার মা ও ভাইকে ডেকে এনে উল্টো ইব্রাহিমকে গালাগাল ও মারধর করে বলে অভিযোগ রয়েছে।
আহত সাবিনা ও নুসরাত জানায়, "মা মাছ উল্টানি (খুন্তি) আগুনে পুড়িয়ে আমাদের শরীরে ছ্যাঁকা দিয়েছে। তারপরও মেরেছে। মা আমাদের শুধু মারে।"
স্থানীয় মনির হোসেন বলেন, "তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে বহুবার গ্রামে সালিস হয়েছে। কিন্তু এবার শিশুদের ওপর নির্যাতন খুবই ন্যাক্কারজনক।"
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর