
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, গণমাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র চলছে, যাতে ধানের শীষ ক্ষমতায় আসতে না পারে। কারণ, ধানের শীষের জনপ্রিয়তা দেখে কেউ কেউ ঈর্ষান্বিত ও ভীত হয়ে পড়ছেন। কিন্তু আমাদের কাজ আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাটুরিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৫ আগস্ট দুপুরে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিবাদী সরকারের অন্যায় অত্যাচার, হামলা-মামলার শিকার হয়ে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে চলেছি। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমাদের এই বিজয়ে স্বৈরাচারী সরকারের অবসান হয়েছে। আমরা এখন নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে সকলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করব। দীর্ঘ ১৭ বছর দল আমাদের জন্য যা করেছে, এখন আমাদের দলকে দেওয়ার পালা।
জুলাই আন্দোলনে সকল শহীদ ও আহতদের জন্য সমবেদনা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। দেশের মানুষ তাদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনে কৃষক, শ্রমিক, দিনমজুর সকলে একত্রিত হয়ে রাজপথে নেমে আন্দোলন করেছে। সেই আন্দোলনে নির্বিচারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। অমানুষিক এই নির্যাতন দেখে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাজলিস মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, আ. তা. ম. জহির আলম খান লদি, আব্দুল বাতেন মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন আফরোজা খানম রিতা।
সর্বশেষ খবর