
নেত্রকোনার পূর্বধলায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির চারটি বিভক্ত গ্রুপ চারভাবে পৃথক বিজয় র্যালির আয়োজন করেছে।
একই দল, একই উপলক্ষ, একই আদর্শ—তবুও দেখা যায়নি কোনো যৌথ কর্মসূচি বা ঐক্যবদ্ধ মিছিল। সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার ও জেলা বিএনপির সদস্য এস এম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে পৃথক চারটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ রাবেয়া আলীর নেতৃত্বে সাবেক সংসদ সদস্য মরহুম ডাঃ মোহাম্মদ আলীর বাসভবন, আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে হেলিপ্যাড মাঠ, আলহাজ্ব বাবুল আলম তালুকদারের নেতৃত্বে পাটবাজার এবং শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠ থেকে বিজয় মিছিল বের হয়। মিছিলগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
দলীয় সূত্র জানায়, পূর্বধলায় বিএনপির স্থানীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরেই মতপার্থক্য ও নেতৃত্বের দ্বন্দ্বে বিভক্ত। যার ফলে ‘গণঅভ্যুত্থানের বিজয়’ উদযাপন করতে গিয়ে প্রত্যেক গ্রুপ নিজস্ব ব্যানার, ফেস্টুন ও স্লোগানে আলাদা আলাদা র্যালি বের করে। প্রতিটি গ্রুপ তাদের কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিভক্তি দলটির সাংগঠনিক দুর্বলতা ও মাঠপর্যায়ের ঐক্যহীনতার প্রকাশ। একই দিনে একই উদ্দেশ্যে চারটি র্যালি দলের আদর্শের চেয়ে নেতৃত্বের প্রতিযোগিতাকে বড় করে তোলে। এই বিভাজন নিরসন না হলে ভবিষ্যতের আন্দোলন সফল হওয়া কঠিন। এদিকে সাধারণ নেতাকর্মীদের মাঝে এ বিভাজন নিয়ে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, সময় এসেছে অভ্যন্তরীণ বিভেদ ভুলে একতাবদ্ধ হওয়ার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর