
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশ করেছে গাজীপুর সদর উপজেলা উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে গাজীপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে হোতাপাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওই র্যালী অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালীটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসুল্লি, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য রমজান আলী, এমদাদুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, মানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর