
২০২৪ সালের জুলাই-আগস্ট মাস জুড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সহ পুরো নোয়াখালী জুড়ে সংঘটিত ছাত্র-আন্দোলনে তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রকাশ এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নোবিপ্রবি সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ নোবিপ্রবিসাস প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আন্দোলনের উত্তাল সময়ে সাংবাদিক সমিতির সাহসী প্রতিবেদন ও আপসহীন মনোভাব সঠিক তথ্য জনসমক্ষে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের অটল অবস্থান ও সাংবাদিকতার নৈতিকতা গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. ইমাম হোসেন বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলন, যা পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। এই সম্মাননা আমাদের জন্য শুধু গর্ব নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”
তিনি আরও যোগ করেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার দায়িত্ব বহন করে। নোবিপ্রবি সাংবাদিক সমিতি ভবিষ্যতেও সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একই আদর্শ নিয়ে কাজ করে যাবে।”
এছাড়া অনুষ্ঠানে নোয়াখালী জেলার ২৩ শহিদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সাহসী শিক্ষার্থীদেরকেও আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর