
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অনাহার ও অপুষ্টিজনিত কারণে মারা গেছে আরও আটজন শিশু। স্থানীয় চিকিৎসা কর্মকর্তাদের বরাতে বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহত ৮৩ জনের মধ্যে ৫৮ জনই ছিলেন ত্রাণের আশায় অপেক্ষমাণ নিরস্ত্র সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণভিক্ষা চেয়েও গুলি থেকে রক্ষা পাননি তারা।
গাজায় দীর্ঘদিন ধরে চলমান মানবিক সংকটের মধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা প্রদানের ঘোষণা দেন। তিনি বলেন, “গাজার মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি। পরিস্থিতি ভয়াবহ এবং দ্রুত পদক্ষেপ প্রয়োজন।”
তবে যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ উঠেছে, জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমে সরবরাহকৃত খাদ্যের বড় একটি অংশ নষ্ট ও অখাদ্য। ত্রাণ বিতরণের সময় ও স্থান আগেই ইসরায়েলি বাহিনী আইডিএফকে জানিয়ে দেওয়ায় সেসব এলাকায় নিরস্ত্র মানুষ একত্রিত হওয়ার পর হামলা চালায় ইসরায়েল।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়লেও ইসরায়েল তা উপেক্ষা করছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। গাজার সংকট দিন দিন চরমে পৌঁছালেও যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর