
কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ইনানী মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকত থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহের সুরতহাল করে।
পুলিশ জানায়, নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার শরীরে কোনো কাপড় ছিল না। মুখে তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহটি সৈকতের বালিয়াড়িতে পড়ে ছিল।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ বলছে, মরদেহটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর