
বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৬৫ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩৬, আমতলী ৩, বেতাগী ৪, বামনায় ২, তালতলী ৩ ও পাথরঘাটায় ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৬২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১৭, আমতলী ৩, বেতাগী ৪, বামনা ১০, পাথরঘাটা ১৬ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪ হাজার ৩৬৫, তালতলী ১২১, বামনা ১৯৪, বেতাগী ৬৭, আমতলী ৬৪ এবং পাথরঘাটা উপজেলায় ৩৫৪ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
সর্বশেষ খবর