
মানিকগঞ্জে শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মানিকগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কার্যালয়ে এই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মানিকগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহাবুদ্দিন সবুজের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন) মোহাম্মদ সাইফুল আরেফিন মিঠু, ট্রেইনার সুমন ইসলাম, রাজবাড়ী জেলা কো-অর্ডিনেটর এস এম সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ডিজিটাল স্কিল এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জেলার ৫০ জন শিক্ষিত তরুণ-তরুণী আজ সনদ গ্রহণ করছে, যা শুধু একটি কাগজ নয় এটি তাদের আত্মবিশ্বাস, দক্ষতা এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি, আপনারা এই প্রশিক্ষণকে পুঁজি করে শুধু নিজে আত্মনির্ভরশীল হবেন না, বরং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবেন।
এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত দ্বিতীয় ব্যাচের ৫০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত থেকে প্রধান অতিথির হাত থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।
সর্বশেষ খবর