
সুনামগঞ্জ-সিলেট সড়কের সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের ওসি মো. হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় দুই জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থী এবং একজন মধ্যবয়সী পুরুষ রয়েছেন। পুরুষের মৃতদেহ বিকৃত হয়ে গেছে।
সর্বশেষ খবর