
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ময়মনসিংহের ৩৯ বিজিবির অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে।
বুধবার বিকেলে উপজেলার মায়াঘাসি সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকা দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। একই সাথে চোরাকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ডিসপ্লের আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা। এদিকে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে সতর্কতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর