
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) নির্মল কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় একটি জীবিত হরিণ উদ্ধার করেছে।
আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ি থেকে ৬ই আগষ্ট (বুধবার) বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধার করে বনবিভাগ।
উদ্ধার করা হরিণটি মুন্সিগঞ্জ বন বিভাগের টহল ফাঁড়ির সামনে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে বনের মধ্যে একটি নৌকায় কয়েকজন লোক হরিণটি খোঁজ করছিল। আমাদের সন্দেহ হলে আমরা তাদের দিকে নজর রাখি। এর কিছুক্ষণ পর হরিণটি রাস্তা পার হয়ে সন্তোষ কাকার বাড়ির আঙ্গিনায় ঢুকে পড়ে। আমরা কয়েকজন মিলে ধরার চেষ্টা করলে পুকুরে লাফ দেয়। তৎক্ষণাৎ আমরা হরিণটা ধরে বন বিভাগে খবর দেই। বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় মননজয় মন্ডল বলেন, ২০১৮ সালে ঠিক আমাদের এলাকা থেকে এরকম একটা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছিল। দ্বিতীয়বারের মতো আবারো হরিণ উদ্ধার করে বনবিভাগের মাধ্যমে সুন্দরবনের অবমুক্ত করেছি।
মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটা উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। পরবর্তীতে হরিণটা তাদের কাছ থেকে এনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুস্থ থাকায় গভীর সুন্দরবনের অবমুক্ত করা হয়। তবে এই হরিণ লোকালয়ে আসার সাথে যদি কোন পাচারকারী জড়িত থাকে সেটা আমরা তদন্ত করে দেখবো।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের হরিণ সাধারণত দু-তিনটা কারণে লোকালয়ে প্রবেশ করে থাকে। তার মধ্যে অন্যতম কারণ হলো রাতের আঁধারে পথ ভুলে যাওয়া। এই হরিণটার ক্ষেত্রে এটাই হতে পারে। তবে আমরা সম্পূর্ণ বিষয়টি নজরদারিতে রেখেছি। যদি কোন পাচার চক্র এরসাথে জড়িত থেকে তাহলে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর