
সেন্টমার্টিন উপকূলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। প্রতিটি ইলিশের ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত। বাজারে এসব মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। গত দুদিনে একশত মণের বেশি ইলিশ ধরা পড়ছে।
জেলে ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, বৈরী আবহাওয়ার কারণে গত সপ্তাহে সাগরে মাছ ধরতে পারেননি জেলেরা। আবহাওয়া অনুকূলে আসার পর তাঁরা ট্রলার নিয়ে সাগরে নামলে ধরা পড়ে প্রচুর ইলিশ। গত দুদিনে—মঙ্গলবার ও বুধবার (৬ আগস্ট)—আনুমানিক একশ মণেরও বেশি ইলিশ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এক ট্রলার মালিক হাফেজ আহমেদ বলেন, “জেলেরা সাগরে যাওয়া মাত্রই জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠে। প্রতিটি মাছ দেড়-দুই কেজি ওজনের। এ পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছি।”
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “ট্রলার মালিক ও জেলেদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। এটা সত্যিই সুখবর। শুনেছি, গত দুই দিনে প্রায় একশ মণের বেশি ইলিশ ধরা পড়েছে।”
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “এক কেজির বেশি ওজনের ইলিশ অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এখন যেহেতু বড় আকারের ইলিশ ধরা পড়ছে, এর স্বাদও হবে দারুণ।”
তিনি আরও বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে জেলেরা যে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা মেনেছেন, তার সুফলই এখন পাওয়া যাচ্ছে।”
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর