
সুনামগঞ্জের সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন শিক্ষার্থী, অপর একজন সিএনজি যাত্রী রয়েছেন। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতরা হলেন,সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে স্নেহা চক্রবর্তী ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকার বাসিন্দা দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী,অপরজন নিহত শফিকুল ইসলাম জেলা শহরের আলীপাড়ার বাসিন্দা।
বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার লক্ষ্যনশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রতক্ষ্যদশী ও এলাকাবাসীর কাছ থেকে জানাগেছে,সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে দুই শিক্ষার্থী সিএনজিতে করে সুনামগঞ্জ শহরে ফিরছিলেন। ফেরার পথে সদর উপজেলার লক্ষ্যনশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আফসানা খুশী (১৭) ও শফিকুল ইসলাম (৫০) নামের দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা চক্রবর্তী (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর