
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন আসামিকে আটক করেছে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা। গত ৬ আগস্ট (বুধবার) আনুমানিক বিকেল ৪টার সময় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালায় সেনা সদস্যরা।
অভিযানে জামিরুল ইসলাম জামু, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, আজিজুল ইসলাম, ফরিদ হোসেন ও আলমগীর হোসেন বাবুকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাতে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শর্টগানের গুলি, ৩টি বাটন ফোন ও ৩টি স্মার্টফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সাতজনের মধ্যে তিনজনকে রেখে বাকিদের ছেড়ে দেয় সেনাবাহিনী।
আটককৃতরা হলেন – উপজেলার কালিঞ্চী গ্রামের আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আব্দুল সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামের মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন আসামি ও জব্দকৃত অস্ত্র-গুলি উদ্ধার করে কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে কালিগঞ্জ সেনা সদস্যরা ৭ আগস্ট বিকেল ৫ ঘটিকার সময় উল্লেখিত আসামি ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান, মানব পাচার, অস্ত্র আইনসহ মাদকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর