
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হয়ে নিহত অফিস সহকারী মাসুমা বেগমের (৩৬) পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মাসুমার ছোট ছেলে মো. আব্দুল্লাহর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। একই সঙ্গে মাসুমার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উত্তরার দিয়াবাড়ি শুক্রভাঙ্গা এলাকায় মাসুমার বাসায় গিয়ে পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেন। রিজভী মাসুমার স্বামী মো. সেলিমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
মাসুমার স্বামী মো. সেলিম বলেন, "তারেক রহমান সাহেব আমার ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। আমার ছেলে দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাসুমা যখন বেঁচে ছিল, আমরা স্বামী-স্ত্রী মিলে সংসার ভালোই চালাচ্ছিলাম। কিন্তু মাসুমার মৃত্যুর পর খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন তারেক রহমানের এই সহায়তায় অনেকটাই চিন্তামুক্ত হয়েছি।" এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জামিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে প্রতিষ্ঠানটির অফিস সহকারী ভোলার মেয়ে মাসুমা বেগমের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। পরে ২৬ জুলাই সকাল ১০টায় ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরদিন ২৭ জুলাই সকালে জানাজা শেষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ কোড়ালিয়া গ্রামের রুন্দি বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর