
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুবোঝাই একটি ভল্কহেডসহ এক ব্যক্তিকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বিশ্বম্ভরপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশ্বম্ভরপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে বালুভর্তি ভল্কহেড ও একজনকে আটক করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ওপর মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জব্দকৃত বালুবোঝাই নৌকা স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় প্রদান করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানিয়েছেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর