
বরগুনা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় বরগুনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনিরুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি, তথ্য গবেষণা সম্পাদক আকবর আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজীব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহীন মল্লিক, সদস্য আজমল হুদা মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখার সদস্য সচিব ফাইজুল মালেক সজীব।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, "আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় আপনাদের দরজায় হাজির হয়েছি। আমরা চাই আপনারা প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেক ভোটারের কাছে গিয়ে ভোট চাইবেন। প্রত্যেকটি নেতাকর্মী ১০০ করে ভোট বিএনপির খাতায় যুক্ত করবেন। আগামী নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা এই দেশের সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আমরা সকলেই কর্মী হয়ে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করব।"
রার/সা.এ
সর্বশেষ খবর