
সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যাকারী ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৯। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাসচালক জাকির আলম সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে। সিলেট র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত বুধবার দুপুর ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশা (রেজিঃ নং-থ-১১-১৪২৬) এবং সিলেটগামী একটি বাস (রেজিঃ নং-সিলেট-ব-১১-০১১১) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশী (১৯) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩) নিহত হন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে (১৯) গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সিএনজির চালকসহ অজ্ঞাতনামা দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসচালক দ্রুত পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ র্যাব-৯ সদর কোম্পানি এবং সিপিসি-৩ কোম্পানির একটি যৌথ আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাসচালককে আটক করে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা নং-১০, তারিখ ০৭/০৮/২০২৫ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর মূলে মামলা হয়েছে।
সিলেট র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর