
তাহিরপুরে ৬০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে ৬০ পিচ ইয়াবাসহ আল ফয়সাল (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে।
বৃহস্পতিবার(০৭ আগষ্ট) রাত সাড়ে ৩ টার সময় অভিযান চালিয়ে বাদাঘাট বাজারের আলহাজ্ব জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে ফয়সালকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলাম। এ সময় তার সাথে থাকা উপজেলার ইয়াবা সম্রাট কুনাটছড়া গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে রহমত আলী(৩৮) দৌড়ে পালিয়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে কুনাটছড়া গ্রামের রহমত আলী ও নাগরপুর গ্রামের ফয়সাল বাদাঘাট এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সাপ্লাই ও বিক্রয় করে আসছে। গতকাল রাত সাড়ে ৩ টার ইয়াবা সম্রাট রহমত আলী ও ফয়সাল বাদাঘাট বাজারে ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে আমিসহ(এস আই হাফিজুল ইসলাম) সঙ্গীও পুলিশের একটি টিম অভিযান চালায়।
এ সময় বাদাঘাট বাজারে আলহাজ্ব জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণ পাশের রাস্তা ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে আটক করলেও ফয়সালের সাথে থাকা ইয়াবা সম্রাট রহমত আলী দৌড়ে পালিয়ে যায়। পরে ফয়সালের দেহ তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আটক ইয়াবা ব্যবসায়ী ফয়সালসহ রহমত আলীকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে কোর্ট হাজতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর