
বর্ষার কেনাকাটাকে আরও উৎসবমুখর করতে দেশের সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে বছরের অন্যতম বড় ক্যাম্পেইন ‘৮.৮ মনসুন ম্যাডনেস’। ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত বিশাল মূল্যছাড়, হট ডিলস-এ ৭৫% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি এবং দারাজ জ্যাকপটে ব্র্যান্ড নিউ ডাবল-ডোর ফ্রিজসহ আরও অনেক মেগা পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ।
আপনার কেনাকাটার সিদ্ধান্তকে আরও সহজ করতে আমরা এই ক্যাম্পেইনের সেরা ১০টি ডিলের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক তালিকাটি, যা আপনার বর্ষার প্রয়োজন ও শখ দুটোই মেটাবে।
১। ২২% ছাড়ে ডেভিডফ এসপ্রেসো ৫৭ ইনস্ট্যান্ট কফি: মুহূর্তে চাঙ্গা হতে
এক কাপ গরম কফি নিমিষেই ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তোলে। কফিপ্রেমীদের জন্য ডেভিডফের এই প্রিমিয়াম ইনস্ট্যান্ট কফিটি একটি সেরা পছন্দ। এর অসাধারণ ফ্লেভার এবং তীব্র সুগন্ধ আপনাকে দেবে সেরা কফির অভিজ্ঞতা। মূল্য ৯৩৫ টাকা হলেও, ২২% ছাড়ে এখন পাচ্ছেন সর্বনিম্ন ৭৩০ টাকায়। এখানে ক্লিক করে কিনুন।
২। ৩১% ছাড়ে কিটক্যাট ২-ফিঙ্গার চকোলেট বক্স (৩৫ পিস)
কাজের ফাঁকে একটি ছোট্ট বিরতি নিতে কিংবা বন্ধুদের সাথে আড্ডা জমাতে কিটক্যাটের আইকনিক স্বাদের কোনো তুলনা হয় না। এই বক্সে পাচ্ছেন ৩৫টি আলাদাভাবে মোড়ানো ২-ফিঙ্গারের কিটক্যাট, যা আপনাকে দেবে সেই পরিচিত ক্রিসপি ওয়েফার এবং ক্রিমি মিল্ক চকোলেটের পারফেক্ট কম্বিনেশন। নেসলের বিশ্বস্ত ব্র্যান্ডের এই বক্সটি পরিবার বা সহকর্মীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, বাচ্চাদের টিফিনের জন্য বা যেকোনো সময়ে নিজের জন্য একটি পারফেক্ট ট্রিট। এই ৮.৮ ক্যাম্পেইনে আকর্ষণীয় ছাড়ে কিনে নিন মজাদার এই চকোলেটের পুরো বক্সটি। মূল্য ১,২০০ টাকা হলেও, বিশেষ ছাড়ে পাচ্ছেন সর্বনিম্ন ৮২৩ টাকায়। আর যেকোনো সময় বলুন, "হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিটক্যাট!" এখানে ক্লিক করে কিনুন।
৩। ৭% ছাড়ে কার্নেল সানফ্লাওয়ার অয়েল (৫ লিটার)
প্রতিদিনের রান্নার জন্য একটি অপরিহার্য উপাদান হলো রান্নার তেল। কার্নেলের ৫ লিটারের এই সানফ্লাওয়ার অয়েল বোতলটি আপনার পুরো মাসের চাহিদা মেটাতে পারে। ইউক্রেনের সেরা সূর্যমুখী থেকে তৈরি এই তেল আপনার রান্নাকে করবে স্বাস্থ্যকর। মূল্য ২,০০০ টাকা হলেও, বিশেষ ছাড়ে পাচ্ছেন সর্বনিম্ন ১,৮৫৯ টাকায়। এখানে ক্লিক করে কিনুন।
৪। ৩৭% ছাড়ে ডমেক্স টয়লেট ক্লিনিং লিকুইড
আপনার টয়লেটকে রাখুন জীবাণুমুক্ত ও সুরভিত। ডমেক্স টয়লেট ক্লিনার ৯৯.৯% জীবাণু ধ্বংস করে এবং এর ইউনিক "ফ্রেশ গার্ড" ফর্মুলা একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে টয়লেটকে ৩ দিন পর্যন্ত সতেজ রাখে। এর বিশেষত্ব হলো এর রঙ পরিবর্তনকারী প্রযুক্তি—পানির সংস্পর্শে এলেই এটি সবুজ থেকে নীল হয়ে যায়, যা নিশ্চিত করে যে ক্লিনারটি সব জায়গায় কার্যকরভাবে পৌঁছেছে। এর ঘন তরল ফর্মুলা কঠিন দাগ তুলতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী লেবুর সুগন্ধ দুর্গন্ধ দূর করে। মূল্য ১৩০ টাকা হলেও, এই ক্যাম্পেইনে পাচ্ছেন সর্বনিম্ন ৮২ টাকায়। এখানে ক্লিক করে কিনুন।
৫। ৫০% ছাড়ে হিমালায়া মেন পিম্পল ক্লিয়ার নিম ফেস ওয়াশ
ছেলেদের ত্বকের যত্নে হিমালায়ার এই নিম ফেস ওয়াশটি খুবই কার্যকর। এটি ব্রণের সমস্যা দূর করে এবং ত্বককে রাখে পরিষ্কার ও সতেজ। এর প্রাকৃতিক উপাদান ত্বকের কোনো ক্ষতি ছাড়াই আপনাকে দেবে একটি ফ্রেশ লুক। মূল্য ২৫০ টাকা হলেও, ৫০% ছাড়ে পাচ্ছেন সর্বনিম্ন ১২৫ টাকায়। এখানে ক্লিক করে কিনুন।
৬। ৩৪% ছাড়ে কিয়াম নন-স্টিক কুকওয়্যার সেট (৭ পিস)
আপনার রান্নাকে আরও সহজ ও স্বাস্থ্যকর করতে কিয়াম নিয়ে এসেছে ৭ পিসের এই দারুণ নন-স্টিক কুকওয়্যার সেট। এর উন্নত নন-স্টিক কোটিং থাকায় সাধারণ পাত্রের চেয়ে ৬০% পর্যন্ত তেল, ঘি বা মাখন সাশ্রয় হয়, যা আপনার রান্নাকে করে তোলে স্বাস্থ্যসম্মত। ১০০% অ্যালুমিনিয়াম বডি হওয়ায় এটি দ্রুত ও সমানভাবে গরম হয় এবং এর মজবুত হাতল রান্নাকে করে নিরাপদ। এই সেটে পাচ্ছেন মার্কেটের সেরা ডিল! মূল্য ৪,৩০০ টাকা হলেও, এই ক্যাম্পেইনে পাচ্ছেন সর্বনিম্ন ২,৮৪৯ টাকায়, সাথে থাকছে ফ্রি শিপিং। এখানে ক্লিক করে কিনুন।
৭। ৩১% ছাড়ে অন্দরমহল স্টাইলিশ কিং সাইজ খাট/বেড (৬/৭ ফুট)
আপনার বেডরুমকে দিন এক নতুন মাত্রা অন্দরমহলের এই স্টাইলিশ কিং সাইজ (৬/৭ ফুট) খাট দিয়ে। মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে তৈরি এই খাটটি যেমন মজবুত, তেমনই এর ডিজাইন আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি আপনার পছন্দ অনুযায়ী খাটের রঙ (কালো, কফি, সেগুন, সাদা ইত্যাদি) এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। এটি ফার্নিচার ক্যাটাগরিতে মার্কেটের সেরা একটি ডিল। মূল্য ১৩,১৯৯ টাকা হলেও, এই ক্যাম্পেইনে পাচ্ছেন সর্বনিম্ন ৯,১৩১ টাকায়। এখানে ক্লিক করে কিনুন।
৮। ৪৫% ছাড়ে কে-পাওয়ার কে২৪৩ মোটরাইজড ট্রেডমিল
ঘরে ব্যায়ামের জন্য কে-পাওয়ার ট্রেডমিলটি দারুণ একটি পছন্দ। এর শক্তিশালী ২.০ হর্সপাওয়ারের মটর এবং ঘন্টায় ১২ কি.মি. পর্যন্ত গতি আপনাকে দেবে দারুণ ওয়ার্কআউট অভিজ্ঞতা। ব্যায়াম শেষে সহজেই ভাঁজ করে রাখা যায় বলে এটি ঘরের অল্প জায়গাতেই এটে যায়। এতে এমপি-থ্রি সাপোর্ট ও ম্যানুয়াল ইনক্লাইনের মতো আধুনিক সুবিধাও রয়েছে। ফিটনেস ইকুইপমেন্ট ক্যাটাগরিতে এটি সেরা দামে পাওয়া যাচ্ছে। মূল্য ৫৬,০০০ টাকা হলেও, এই ক্যাম্পেইনে পাচ্ছেন সর্বনিম্ন ৩০,৬৯০ টাকায়। এখানে ক্লিক করে কিনুন।
৯। ৪৮% ছাড়ে ম্যাট ব্ল্যাক প্রিমিয়াম অ্যাকোস্টিক গিটার: সুরের সাথে হোক বসবাস
আপনি যদি একজন সঙ্গীতপ্রেমী হন বা গিটার বাজানো শিখতে চান, তবে এই প্রিমিয়াম অ্যাকোস্টিক গিটারটি আপনার জন্য। এর ম্যাট ব্ল্যাক ফিনিশিং এবং উন্নত মানের সাউন্ড আপনাকে মুগ্ধ করবে। নতুন বা অভিজ্ঞ, যেকোনো বাদকের জন্য এটি একটি চমৎকার পছন্দ। বাদ্যযন্ত্রের উপর প্রায় ৫০% ছাড়ের এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। মূল্য ৬,৫০০ টাকা হলেও, ক্যাম্পেইনে পাচ্ছেন সর্বনিম্ন ৩,৩৯৫ টাকায়। এখানে ক্লিক করে কিনুন।
১০। ৩৮% ছাড়ে স্টিলবার্ড সুপার উইংস ফুল ফেস হেলমেট
নিরাপদ ও আরামদায়ক রাইডের জন্য স্টিলবার্ডের এসবিএ-২ সুপার উইংস হেলমেটটি বেছে নিন। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি এর হাই-ইমপ্যাক্ট শেল আপনাকে দেবে সর্বোচ্চ সুরক্ষা। এর ডাবল ভাইজর সিস্টেম দিন ও রাতে স্বাচ্ছন্দ্যে রাইডের সুবিধা দেয় এবং উন্নত ভেন্টিলেশন সিস্টেম মাথা ঠান্ডা রাখে। সেরা মানের এই হেলমেটটি কিনুন আকর্ষণীয় ছাড়ে। মূল্য ৩,৮০০ টাকা হলেও, এই ক্যাম্পেইনে পাচ্ছেন সর্বনিম্ন ২,৩৫০ টাকায়, সাথে থাকছে ফ্রি শিপিং। এখানে ক্লিক করে কিনুন।
কেন দারাজের ৮.৮ মনসুন ম্যাডনেস থেকে কিনবেন?
বিশাল ছাড় ও সেরা ডিল: ক্যাম্পেইনে থাকছে মেগা ডিলস-এ ৮০% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে ৮.৮ ক্যাম্পেইনের সিগনেচার ‘৮/৮৮/৮৮৮/৮৮৮৮ টাকা ডিলস’, যেখানে অবিশ্বাস্য মূল্যে পছন্দের পণ্য কেনার সুযোগ রয়েছে।
ফ্রি ডেলিভারি: ক্যাম্পেইন চলাকালীন ৩৯৯ টাকার বেশি অর্ডারে উপভোগ করুন বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা।
মেগা পুরস্কার: ‘বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বোচ্চ কেনাকাটাকারী জিতে নিতে পারেন একটি ডাবল-ডোর ফ্রিজসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।
অতিরিক্ত ডিসকাউন্ট: বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ইবিএল, ও লংকাবাংলা ফাইন্যান্সসহ নির্দিষ্ট পেমেন্ট পার্টনারের মাধ্যমে পেমেন্ট করে উপভোগ করুন ১২% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনার পছন্দের পণ্যটি বেছে নিন। ৮ থেকে ১৪ আগস্টের মধ্যে দারাজ অ্যাপে ভিজিট করে লুফে নিন বর্ষার সেরা অফারগুলো।
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর