
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আজ সকাল সাড়ে ১০টা থেকে পৌরসদরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যসহ সাধারণ মানুষ এতে অংশ নেয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি জিএম নুরুন্নবী, প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক হোসাইন বিন আফতাব, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, আব্দুল আলিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু চাঁদাবাজির ভিডিও ধারণের জন্য তুহিনকে হত্যা করা হয়নি, বরং তাঁর সৎ সাংবাদিকতায় যারা নানাভাবে বেকায়দায় পড়েছে, তাদের ইন্ধনে এমন জঘন্যতম কাণ্ড ঘটানো হয়েছে। সাগর-রুনির হত্যার আজও বিচার হয়নি উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাবশালীদের মদদে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন হচ্ছে। দেশের প্রচলিত আইনের প্রয়োগ না থাকায় সাধারণ নিরীহ মানুষের শেষ আশ্রয়স্থল সাংবাদিকরা পর্যন্ত আজ নিরাপদ নন।
বক্তারা আরও বলেন, খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করায় কেন্দ্রীয় যুবদলের সহ-বন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। অবিলম্বে হুমকিদাতা এসব কেন্দ্রীয় এবং উপজেলা যুবনেতাসহ গাজীপুরের সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ, জাহিদ সুমন, মুনসুর হোসেন, আশিকুর রহমান, আলফাত হোসেন, আব্দুল কাদের, জোবায়েব মাহমুদ, আবু মুসা, রনজিৎ বর্মন, হুদা মালি, গাজী মিশু, মিজানুর রহমান, সুলতান শাহজাহান, অনাথ মণ্ডল, আলমগীর হায়দার, রাজীব রায় চৌধুরী, আমিনুল হক বকুল, মোহাম্মদ আলী, কামরুজ্জামান, লিটন, সাহেব আনিছুর রহমান মিলন প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর