
বিনামূল্যে আইইএলটিএস'র প্রস্তুতি উপর প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে সারাদেশে প্রশংসায় ভাসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যবিপ্রবির এ উদ্যোগকে প্রশংসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহমুদ নকিব নামে এক শিক্ষার্থী ও সাংবাদিক তার ফেসবুকে টাইমলাইনে লিখেন, "কতটা সুন্দর উদ্যোগ! ঢাবিতে দুইদিন রাজনৈতিক প্রোগ্রাম আর তিনদিন রাজনীতি বন্ধের মিছিল।"
গত ০৬ আগস্ট যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে আইইএলটিএস'র প্রস্তুতি উপর প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নেটিজেনরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন ও প্রশংসা করছেন।
আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক ড. মোঃ আমিনুল ইসলাম বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লিখেন, হাইলি এপ্রিশিয়েটড (অত্যন্ত প্রশংসিত)! সম্ভবত: দেশের ইতিহাসে এটাই প্রথম! অন্যান্য বিশ্ববিদ্যালয় এই ধরনের আয়োজন করলে শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করবে, ঠিক কিনা?
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি নামক একটি ফেসবুক পেইজ যবিপ্রবির এ উদ্যোগকে প্রশংসা করে লিখে, যবিপ্রবি শিক্ষার্থীদের জন্য IELTS প্রস্তুতির উপর বিশেষ প্রশিক্ষণ। রেজিষ্ট্রেশন শুরু। এই পোস্ট দেখে অনেকেই হয়তো বলতে পারেন অন্য বিশ্ববিদ্যালয়ের দালালী করছি, কিন্তু না, বাস্তবতা হচ্ছে হতাশা থেকে এই পোস্ট করছি। একটা বিশ্ববিদ্যালয় কতটা শিক্ষার্থীবান্ধব হতে পারে সেটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে দেখলেই বোঝা যায়, তারা আমাদের চেয়েও অনেক অনেক পরে যাত্রা শুরু করেছে কিন্তু আজ র্যাংর্কিং, গবেষণা, পরিবেশ, শিক্ষার মান, সবকিছুতেই আমাদের চেয়ে শতগুণ এগিয়ে গেছে। জানিনা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন আদৌও আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবে কিনা, শিক্ষার পরিবেশ, উচ্চ শিক্ষার পথ সুগম করতে কাজ করে কিনা।
উল্লেখ্য, গত ০৬ আগস্ট যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চ শিক্ষায় সহযোগিতার লক্ষ্যে আইইএলটিএস'র প্রস্তুতি উপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর ঘোষণা দেন। ১০ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আবেদনের শেষ তারিখ ও ১৭ থেকে ১৯ আগস্ট প্রশিক্ষণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর