
চলতি মাসের ২৪ আগস্ট থেকে ইউএস ওপেন টেনিস শুরু হতে যাচ্ছে। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামার প্রস্তুতি নিচ্ছেন নোভাক জোকোভিচ। কিন্তু এর মাঝেই ভিন্ন এক কারণে শাস্তির মুখে পড়লেন ৩৮ বছর বয়সী এই তারকা।
দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের অভিযোগে স্থানীয় মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ জোকোভিচকে ১৫ হাজার ইউরো (প্রায় ২১ লাখ ২০ হাজার টাকা) জরিমানা করেছে। জোকোভিচের বিরুদ্ধে অভিযোগ, নির্ধারিত নথি জমা না দিয়ে নির্মাণ কাজ চালিয়ে গেছেন তিনি। নথি জমা দিতে ব্যর্থ হলে তার নির্মাণ স্থাপনা ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল।
টাইমস নাও নিউজের প্রতিবেদন অনুযায়ী, জোকোভিচ দুইটি নথি জমা দিয়ে নির্মাণ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে কাজ বন্ধের নির্দেশ দেয়। আর দ্রুত জরিমানা পরিশোধের নির্দেশ দেয়।
গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর থেকে আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জোকোভিচ। বয়সের কারণে পারফরম্যান্সে ভাটা পড়লেও তিনি এবার ইউএস ওপেনে নিজের ২৫তম শিরোপার লক্ষ্যে কোর্টে লড়বেন। প্রস্তুতির অংশ হিসেবে সিনসিনাটি মাস্টার্স ও ন্যাশনাল ব্যাংক ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
এখন দেখার বিষয় ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে জোকোভিচ আর কতদিন টেনিস কোর্ট মাতাতে পারেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর