
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
আজ শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে।
স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ট্রেনটি রাস্তার উপর থাকায় রাজবাড়ী শিববাড়ী যাতায়াত বন্ধ এবং ঢাকার সঙ্গে আপাতত উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।’’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর