
তাহিরপুরের সূর্য্যেরগাঁও গ্রামের চিত্ত রঞ্জন দাস টুনু (৫২) নামে এক ব্যক্তি দেশি মদ খেয়ে মুচি বাড়ি থেকে ফেরার পথে ছোট খাল পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
ঘটনাটি গত শনিবার, ৯ আগস্ট, রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মধ্যে (থানা সংলগ্ন ও বৌলাই নদী সংলগ্ন) ফসল রক্ষা বাঁধ কেটে নৌকা চলাচলের জন্য তৈরি করা খালে ঘটেছে। নিখোঁজ টুনু তাহিরপুর সদর ইউনিয়নের সূর্য্যেরগাঁও গ্রামের সুনীল দাসের ছেলে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, তাহিরপুর বাজার নৌকা ঘাটের বরাবর ওপারে রতনশ্রী গ্রামে একটি দেশীয় তৈরি বাংলা মদ বিক্রি করে এমন একটি মুচি বাড়ি আছে। সেখানে নিখোঁজ টুনুসহ আরেকজন মদ খেতে যান এবং খেয়ে ফিরে আসার পথে রতনশ্রী গ্রামে ফসল রক্ষা বাঁধ কেটে নৌকা চলাচলের জন্য তৈরি করা খালে পড়ে চিৎকার দেন। এ সময় সঙ্গে থাকা আরেকজন এবং খালের পাড় সংলগ্ন বাড়ির লোকজন তার চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাকে আর পাননি।
এই বিষয়টি জানাজানি হওয়ার পর নিখোঁজ টুনুর স্বজনরা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। নিখোঁজের স্বজনরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা রাত হওয়া, আবহাওয়া খারাপ থাকা এবং ডুবুরি না থাকায় সকালে খোঁজাখুঁজি করবেন বলে চলে যান।
তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ মিয়া জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, দেখেছি। তবে রাত হয়ে গেছে, আর বড় কথা হলো আমাদের স্টেশনে ডুবুরি নেই। সকালে ডুবুরি এলে উদ্ধার কার্যক্রম শুরু করব।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন সকালে খোঁজাখুঁজি করবে, তবে স্থানীয় ও নিখোঁজের স্বজনরা খোঁজাখুঁজি করছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। পুলিশ ঘটনা পরিদর্শন করেছে। তবে নিখোঁজের স্বজনরা খোঁজ করলেও এখনও জীবিত বা মৃত লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর