
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় 'প্রতিদিনের কাগজ'-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে জবাই করে হত্যা করা হয়। সাংবাদিকেরা কেন এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হবেন, প্রশ্ন রেখে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও সাংবাদিকেরা নিরাপদ নন। সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে। সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। কিন্তু এই কমিশন সাংবাদিকদের নিরাপত্তায় বা তাঁদের সুরক্ষায় দৃশ্যমান কিছু করেছে কি? সাংবাদিকেরা কেন হত্যার শিকার হবেন? কেন নির্যাতনের শিকার হবেন? প্রশাসন কেন নিশ্চুপ থাকে? তাই অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সহসভাপতি মেহেদী হাসান মিঠু, অপু ওহাব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা, কোষাধ্যক্ষ তুহিন আহমেদ, দপ্তর সম্পাদক শফি মাহমুদ, প্রচার সম্পাদক আল মামুন, আরটিভির ওমর ফারুক, দৈনিক ভোরের দর্পণের মশিউর রহমান, মাই টিভির আনোয়ার হোসেন, দৈনিক ডেসটিনির মামুন মোল্লা, বিডি২৪লাইভ ডটকমের মো. শাকিল শেখসহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর