
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ আগস্ট)। রবিবার (১০ আগস্ট) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল সোমবার (১১ আগস্ট) শুরু হবে। একইসাথে সোমবার (১১ আগস্ট) বিভাগীয় ওরিয়েন্টেশন স্ব স্ব বিভাগে অনুষ্ঠিত হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২৩ আগস্ট রোজ শনিবার সকল বিভাগের নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবির মেরিট লিস্টে মোট ৯৪০টি আসনের মধ্যে ৯২১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়। এখনো ১৯টি সিট ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই সিদ্ধান্ত নিবেন বলে জানান কর্তৃপক্ষ ।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর