
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৬৪ শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন শিক্ষার্থী।
রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, এবার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩০৭ পরীক্ষার্থী। তাদের মধ্যে এক হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের।
এর আগে গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রামের এবার ২১৯ কেন্দ্রে ১ হাজার ১৬৪ স্কুলের মোট ১ লাখ ৪০ হাজার ৩৮৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা ছিল ৭৮ হাজার ৭২৫ এবং ছাত্র সংখ্যা ছিল ৬১ হাজার ৬৬৩।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর