
বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের নামে বাগেরহাট জেলার একটি আসন হ্রাস ও চারটি আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট যুব একতা সংস্থার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুব একতা সংস্থা বাগেরহাট জেলার সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব একতা সংস্থা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সহ-সভাপতি ইসহা কাইয়ুম, কোষাধ্যক্ষ মো. হাসান শেখ।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ মোল্লা, মো. মোশাররফ হাওলাদার, আসলাম খন্দকার, মো. শাহ আলম, রহিমা বিবি, ফারুক মোল্লা, রবিউল ইসলাম, রাকিবুল ইমন, জাহিদুল ইসলাম, মুনসুর শেখ, রাকিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণের নামে ষড়যন্ত্র শুরু হয়েছে। চারটি আসন থেকে একটি আসন কমানোর সিদ্ধান্ত বাগেরহাটবাসী কখনো মেনে নেবে না। বক্তারা বলেন, এমনিতেই বাগেরহাট জেলার মানুষ অবহেলিত, তার পরে যদি আরো নেতৃত্ব কমানো হয় তাহলে এ সম্ভাবনাময় অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে পড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে চারটি আসন পুনর্বহালের দাবি জানান বক্তারা। এটি না করলে বাগেরহাটের সকল স্তরের মানুষ কঠোর আন্দোলন গড়ে তুলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর