
গাজীপুরে 'দৈনিক প্রতিদিনের কাগজ' পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সেলিম প্রমুখ।
উক্ত মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সদস্য আরমান শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সাংবাদিক ম. সেলিম, মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, ফয়সাল আহমেদ, মাহবুবুল আলম সোহাগ, আসাদুল্লাহ হাদিস, হুসাইন মোহাম্মদ তারেক, ফয়সাল আহমেদ শাকিল, আনোয়ারুল বারী সুমন, সাংবাদিক ও সুজন সদস্য হাবিবুর রহমান, উবায়দুল্লাহ রুমি, আব্দুল্লাহ আল নোমান এবং সুজন সদস্য আবুল মুনসুর, অলক ঘোষ ছোটন, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, সমীর কুমার দে, শ্রাবণী কুর্মি ও পলি আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, সেটি নতুন নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক তুহিন হত্যার সাথে সাগর-রুনিসহ দেশের সকল সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ (সাংবাদিকরা) যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভ – আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ – সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকে। একমাত্র সাংবাদিকরাই তাদের লিখনীর মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করেন। কিন্তু প্রায়শই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের বাধা ও ঝুঁকির সম্মুখীন হতে হয়। প্রভাবশালী মহল ও অপরাধী চক্রের পক্ষ থেকে নিয়মিত হুমকি আসে। এমনকি অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও সাংবাদিকরা হেনস্তার শিকার হন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর আইন প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়নের দাবিও জানান তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর